মরণোত্তর দেহদান করে নজির গড়েছেন শিলিগুড়ি সূর্যসেন মহাবিদ্যালয়ের চার পড়ুয়া

শিলিগুড়ি: মরণোত্তর দেহদান করে নজির গড়েছেন শিলিগুড়ি সূর্যসেন মহাবিদ্যালয়ের চার পড়ুয়া । এরা হলেন আলকা কুমারী , গারিমা চৌহান , আস্থা কুমারী ভগৎ এবং মনোজ বর্মন ।

    বুধবার এই চার কলেজ পড়ুয়াদের সংবর্ধনা জানাল তৃণমূলের মাটিগাড়া ব্লক উদ্বাস্তু সেলের সভাপতি রবি অধিকারী । পড়ুয়ারা জানিয়েছেন তাদের মৃত্যুর পর তাদের দেহটি যাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের গবেষণার কাজে ব্যবহার হয় সে জন্যই তারা দেহদান করেছেন । তারা জানালেন আমরা সবাই জীবনে কিছু ভালো কাজ করে যেতে চাই,আমাদের চারজনের মনের মিলও এক জায়গায় এসেছে, সেকারনেই আমরা সবাই মরনোততর দেহদান করবার সিদ্ধান্ত নিয়েছি।আমাদের সবার ইচ্ছা একসাথে পূরন হবে সেটা ভেবেই আমাদের ভালো লাগছে। আর আমরা খুশী এই ভেবে যে আমাদের দেহ এবং অঙ্গ কারো না কারো কিংবা সমাজের কাজে আসবে। সূর্যসেন কলেজের এই পড়ুয়াদের সিদ্ধান্তে গর্বিত মেয়র গৌতম দেব,তিনি জানালেন ওদের বয়স কম তা হলেও ওদের চিন্তাভাবনা আমাকে গর্বিত করেছে।আমি ওদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।