ক্যান্সার রোগীদের জন্য মাথার চুল দান করলেন চার মহিলা

নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রাম : ক্যান্সার রোগীদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ আমরকার ভাষা, আমারকার গর্ব এর চার সদস্যা গোপীবল্লভপুর ২ নং ব্লকূর আসনবনি গ্রামের দুই বাসিন্দা সুষমা বাগ ও সোমা বাগ,ঝাড়গ্রাম শহরের বাসিন্দা রাজশ্রী দাস ও ঝাড়গ্রাম ব্লকের চন্দ্রীর বাসিন্দা সুতপা ত্রিপাঠী। তাঁরা তাঁদের মাথায় চুল কেটে দান করলেন ক্যান্সার রোগীদের জন্য। এঁদের প্রথম তিন জন রবিবার ঝাড়গ্রাম শহরের বাসিন্দা গ্রুপের পরিচালক মন্ডলীর সদস্যা শাশ্বতী খুঁটিয়ায় বাড়িতে উপস্থিত হয়ে গ্রুপের অন্যান্যদের উপস্থিতিতে গাডই লাইন মেনে চুল কাটেন এবং সুতপা ত্রিপাঠী দাস নিজের চন্দ্রীর বাড়িতে গ্রুপের অন্যান্যদের উপস্থিতিতে চুল কাটেন। সোমবার এই সমস্ত চুল গ্রুপের পরিচালক মন্ডলীর পক্ষে বিশ্বজিৎ পাল কুরিয়ার করে পাঠিয়ে দেন এই নিয়ে কাজ করা মুম্বাই এর স্বেচ্ছাসেবী সংগঠন মদত ট্রাষ্টের কাছে। যেসব ক্যানসার রুগীদের কেমোথেরাপি চিকিৎসায় মাথার চুল উঠে যায়, তাদের পরচুলার জন্য মাথার চুলের প্রয়োজন হয়।