কলকাতার কুদঘাট এলাকাতে ম্যানহোলে আটকে পড়ে মৃত্যু হল ৪ ঠিকা কর্মীর

সাকিব হাসান, নতুন গতি, কলকাতা : গড়িয়া কলকাতার কুদঘাট এলাকাতে ম্যানহোলে আটকে পড়ে মৃত্যু হল ৪ ঠিকা কর্মীর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দিন নেতাজি স্টেশনের কাছে ১৪৪ নম্বর ওয়ার্ডে। ঘটনার বিষয়ে জানা গিয়েছে চারজন ঠিকা কর্মী ম্যানহোল পরিষ্কার করার জন্য ম্যানহোলের মধ্যে নামে। ম্যানহোলে পোলি ও কাদা আটকে গিয়েছিল তাই তারা পরিষ্কার করতে নামেন। হঠাৎ জলের স্রোত বেড়ে যায় আটকে পড়েন চারজন ঠিকা কর্মী।

     

    ঘটনার খবর প্রকাশ্যে আসতে দমকল ও পুলিশ বাহিনীকে খবর দেওয়া হয়। খবর দেওয়া হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট কে। চারজন ঠিকা কর্মীদের উদ্ধার করে দুজনকে বাঘা যতীন হাসপাতালে ভর্তি করা হয়, দুজনকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। চারজন কে মৃত বলে ঘোষণা করা হয়। কিভাবে ঘটনা ঘটলো তার তদন্তে নেমেছে পুলিশ।