|
---|
নতুন গতি ডিজিটাল ডেস্ক: হসপিটাল থেকে নিখোঁজ হবার ১৪ দিনের মাথায় জলাশয় থেকে উদ্ধার হলো রোগীর পচাগলা মৃতদেহ। বৃহস্পিবার ঘটনাটি ঘটেছে মালদহের বামনগোলা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম সুকান্ত টুডু (২৫) বাড়ি মালদহের বামনগোলা থানার গোবিন্দপুর মহেশপুর গ্রামপঞ্চায়েতের দক্ষিণ নয়া পাড়া এলাকায়। এদিন বিকেলে বামন গোলা ব্লকের মাহাতো মোড় এলাকায় একটি জলাশয় ওই ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বামন গোলা থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান। তবে ওই রোগী কি করে হাসপাতাল থেকে নিরুদ্দেশ হয়ে এতদিন পরে ওই এলাকায় জলাশয় মৃতদেহ পাওয়া গেল তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে পুলিশ। এটি খুন না আত্মহত্যা তা নিয়ে তদন্ত শুরু করেছে বামন গোলা থানার পুলিশ। মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের থেকে জানা যায় যে, আজ থেকে প্রায় ১৪ দিন আগে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে বামন গোলা মুদ্বীপুকুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হঠাৎই হাসপাতালে ভর্তির পরের দিনই রহস্যজনকভাবে নিরুদ্দেশ হয়ে যায়।
এরপরে পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর যখন তার কোন হদিস পাওয়া যায়নি ওই দিনেই বামন গোলা থানায় একটি নিকট অভিযোগ দায়ের করেন। অভিযোগের ১৪ দিন পর এদিন বিকেলে বামন গোলা মাহাতো পাড়ায় এলাকায় একটি ফাঁকা জায়গায় জলাশয় ওই ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। মাঠে কাজ করতে যাওয়া কৃষকরাই প্রথমে দেহ থেকে দেখতে পাই জলাশয় এর মধ্যে এবং এরপরে খবর দেওয়া হয় বামন গোলা থানা। বামন গোলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। তবে ওই রোগীর রহস্যজনকভাবে নিখোঁজ এবং পরে পচা গলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে রহস্যের দানা বেঁধেছে। গোটা ঘটনা তদন্তে নেমেছে বামন গোলা থানার পুলিশ।