গড়বেতার বন্ধুসমাজের উদ্যোগে বিনি পয়সার কাপড় দোকান

নিজস্ব সংবাদদাতা, গড়বেতা: ভবঘুরেদের খাবার বিতরণ, পরিবেশ দিবসে অনলাইন অঙ্কন প্রতিযোগিতা আয়োজন, শিশুদের দ্বারা বৃক্ষরোপণ ও লালন এবং স্বাধীনতা দিবসে প্রথমসারির করোনা যোদ্ধাদের সংবর্ধনার পর স্বেচ্ছাসেবী সংগঠন গড়বেতা বন্ধু সমাজের পরবর্তী কর্মসূচি হিসেবে শুরু হলো ‘বিনি পয়সার কাপড় দোকান’। সোমবার রেলওয়ে অ্যাথলেটিক ক্লাবের জগদ্ধাত্রী পূজা উপলক্ষে হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে শুরু হলো এই কর্মসূচি। সংস্থার কোষাধ্যক্ষ দেবব্রত পাল এদিন মঞ্চে অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষ্যে বলেন “ব্যবহারযোগ্য পুরনো জামা কাপড়,শীতবস্ত্র ও শিশুদের খেলনা দুঃস্থদের কাজে লাগানোর উদ্দেশ্যে আমাদের এই প্রচেষ্টা।” সভাপতি অভয় মিশ্র বলেন, “আপনার প্রয়োজন থাকলে নিন, বাড়তি থাকলে আমাদের দিন, আমরা কোন কোন দুঃস্থ ব্যক্তিদের কাছে পৌছে দেবো সেই পোশাক ।” বেশ কয়েকদিন ধরেই সংস্থা তাদের ফেসবুক পেজে পোস্ট এর মাধ্যমে প্রচার চালাচ্ছিলেন পুরনো জামা কাপড়ের জন্য আবেদন জানিয়ে।

    সংস্থার সদস্য সদস্যা মাসুম, রিনা ,শুভময়, বরকত , দেবজিৎ ,অর্ণব ,সুপ্রিয় প্রমুখরা সংগৃহীত পুরনো জামা কাপড় বেছে ভাঁজ করে তুলে রেখেছিলেন বিলোনোর জন্য।প্রায় ১০০ জন গরিব ও অভাবি মানুষজনদের হাতে শিশুদের ও বড়দের পুরনো পোশাক তুলে দেওয়া হয়। পরবর্তীকালে আরো পোশাক তুলে দেওয়ার অঙ্গীকার করে গড়বেতা বন্ধু সমাজ।

    রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব এর পক্ষ থেকে তন্ময় ঘোষাল গড়বেতা বন্ধু সমাজকে অভিনন্দন জানিয়েছেন,এরকম একটি প্রকল্প বাস্তবায়নের জন্য । গড়বেতা বন্ধু সমাজের পক্ষ থেকে সম্পাদক স্বরূপ ছাতাইত রেলওয়ে অ্যাথলেটিক ক্লাবকে তাদের মঞ্চ ব্যবহার ও অনুষ্ঠানে সহযোগিতা করার জন্য শুভেচ্ছা, ধন্যবাদ ও অভিনন্দন জানান ।তিনি আরো বলেন “এই পুরনো কাপড় জামার বিনি পয়সার দোকান আমরা মাসে তিনবার পিছিয়ে পড়া গ্রামগুলিতে নিয়ে যেতে চাই” এজন্য তিনি আপামর জনসাধারণকে তাদের পুরানো ব্যবহারযোগ্য বাড়তি জামাকাপড় শীত পোশাক নিয়ে সাহায্যের জন্য এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন । সংস্থার ফেসবুক পেজে সম্পর্কিত সমস্ত তথ্য পাওয়া যাবে বলে জানানো হয়েছে।