|
---|
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : নিজেদের সধ্যমতো আর্থিক দিক থেকে কিছুটা পিছিয়ে থাকা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো বেঙ্গাই উদ্যোগী সংঘ ও প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটি।মেদিনীপুর সদর ব্লকের বেঙ্গাই উদ্যোগী সংঘ ও প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বৃহস্পতিবার মেদিনীপুর সদর ব্লকের বেঙ্গাই গ্রামে উদ্বোধন হলো ‘বিনে পয়সার কাপড় দোকান’।এখান থেকে এদিন প্রায় ৭০ জন দুঃস্থ মানুষ তাদের প্রয়োজনীয় জামা-কাপড় সংগ্রহ করেন। এদিন এই গ্রামের বিশিষ্ট সমাজসেবী তিমির পড়িয়া ১৫টি নতুন গামছা সহ অন্যান্য জামাকাপড় তুলে দেন উদ্যোগী সংঘের সভাপতি রাহুল কোলের হাতে। পাশাপাশি তিমিরবাবু অন্যদের এই কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
এদিনের এই কর্মসূচিত উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী প্রতিমা ভূঁইঞা, প্রচেষ্টা ফাউন্ডেশনের সভাপতি সৌমেন সাউ, সদস্য কুনাল মান্না, সৌমেন দাস, ও বাপ্পা মান্না, উদ্যোগী সংঘের সভাপতি রাহুল কোলে, সম্পাদক দেবাশিষ ভুঁইঞা,সহ-সভাপতি অতনু কুইল্যাসহ অন্যান্যরা উদ্যোগী সংঘের সভাপতি রাহুল কোলে জানান তাঁদের এই কর্মসূচি ধারাবাহিক ভাবে চলবে।