ভগিনী নিবেদিতা মহিলা ব্রতচারী মন্ডলীর ব্যবস্থাপনায় বিনামূল্যে অঙ্কন প্রশিক্ষণ

নতুন গতি প্রতিবেদক : ভগিনী নিবেদিতা মহিলা ব্রতচারী মন্ডলীর ব্যবস্থাপনায় ১০-০২-২০২৩ তারিখ থেকে শুরু হল বিনামূল্যে অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র। আপাতত ২৬ জন শিশুকে নিয়ে প্রকল্পটি শুরু হয়েছে। বছরভর প্রতি সপ্তাহে রবিবার তাদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। মূল উদ্যোক্তা সংগঠনের সদস্যা উচ্চমাধ্যমিক পাঠরতা ছাত্রী সুইটি খাতুন। তিনি জানান শুধু অঙ্কন প্রশিক্ষণ দেওয়ায় নয়। আগামী দিনে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সাধ্যমতো পাশে থাকার অঙ্গীকার করলাম। আগামীতে ২৬ নয়, ২৬০ জন শিশুর পাশে থাকার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চাই আমরা।