|
---|
খড়গপুর: ভার্চুয়াল ল্যাবরেটরির মাধ্যমে পড়াশোনার এক নতুন দিগন্ত খুলে দিল খড়্গপুর আইআইটি। মূলত ইঞ্জিনিয়ারিং, সায়েন্স ও আইটি সহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করা যাবে এই ল্যাবরেটরিতে। যে কোনও ছাত্রছাত্রীই সম্পূর্ণ বিনামূল্যে এই ল্যাবরেটরির ওয়েবসাইটে গিয়ে পড়াশোনা করতে পারবে। অত্যাধুনিক এই ভার্চুয়াল ল্যাবরেটরির ওয়েবসাইটে নেই কোনও পাসওয়ার্ডের বাধা। ছাত্রছাত্রীদের এই বিষয়ে বিভিন্ন তথ্য দেওয়ার জন্য শুক্রবার জলপাইগুড়ির সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে একটি কর্মশালার আয়োজন করা হয়। খড়্গপুর আইআইটি ও জলপাইগুড়ির সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়্গপুর আইআইটি-র অধ্যাপক ডঃ আলোককান্তি দেব সহ বেশ কয়েকজন স্বনামধন্য অধ্যাপক।
ডঃ আলোককান্তি দেব জানান, সারা দেশের ছাত্রছাত্রী সম্পূর্ণ বিনামূল্যে ইঞ্জিনিয়ারিং, সায়েন্স ও আইটি সহ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করতে পারবেন এই ল্যাবরেটরিতে।যেসব ছাত্রছাত্রী আর্থিক অসুবিধা নিয়ে চলাফেরা করছেন এবং ইচ্ছা থাকলেও এগোতে পারছেন না তাদের সাহায্য করবে এই ল্যাবোটারি।গোটা পশ্চিমবঙ্গের মধ্যে জলপাইগুড়িই হল প্রথম শহর যেখানে এই ভার্চুয়ালভাবে পড়াশোনা করতে পারবে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা ছাত্রছাত্রীরা।এতে খুশি জলপাইগুড়ির সমস্ত ছাত্রছাত্রীরাও।এক ছাত্রী বললেন আজকের দিনটা জলপাইগুড়ির ছাত্রছাত্রীদের কাছে একটা অবিসংবাদিত দিন।ভবিষ্যতে জলপাইগুড়ির যেসব আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়াশোনার উন্নতির জন্য আর কোথাও যেতে হবে না।