|
---|
নুরউদ্দিন, রায়দিঘী : পূর্ব দারিকাপুর মুনস্টার সংঘের পক্ষ থেকে এবং রোটারি ক্লাব সেন্ট্রাল কলকাতার সহযোগিতায় দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী বিধানসভার পূর্ব জোটা ময়রা পাড়া এলাকায় অনুষ্ঠিত হয়ে গেল বিনামূল্যে চক্ষু পরীক্ষা এবং চশমা বিতরণ। এই চক্ষু পরীক্ষা শিবিরে ব্যাপক সাড়া পড়েছে এলাকায়। চক্ষু পরীক্ষা শিবিরে প্রায় ৫০০ এর অধিক রুগীর চিকিৎসা করে এবং যাদের চশমা প্রয়োজন তাদের চশমা প্রদান করা হয়।
পূর্ব দারিকাপুর মুনস্টার সংঘ বেশ কয়েক বছর থেকে বিভিন্ন এলাকার রুগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে।
এমন মহৎ উদ্যোগকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।
পূর্ব দাড়িকাপুর মুনস্টার সংঘ প্রতিনিয়ত মানুষের সেবায় নিয়োজিত। গত লক ডাউনে সুন্দরবনের প্রান্তিক এলাকায় শীতবস্ত্র বিতরণ থেকে শুরু খাদ্য দান এবং ওষুধ সহ মানুষের প্রয়োজনীয় সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়েছে পূর্ব দ্বারিকাপুর মুনস্টার সংঘের পক্ষ থেকে এই ধরনের মহানুভবতার কাজে পুরোপুরি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন মনস্টার সংঘের সভাপতি বিবেকানন্দ বাগ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।