বিনামূল্যে চশমা প্রদান স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে সোনারপুরে আজ

কুতুবউদ্দিন মোল্লা, সোনারপুর:স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্ট সকলে কাছে খুব পরিচিত নাম স্বর্ণদ্বীপ সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আমরা চাই স্বর্ণদ্বীপ সর্বদায় ছড়িয়ে পড়ুক দেশ-বিদেশের সব অসহায় মানুষের পাশে। বলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।এছাড়া স্বর্ণদ্বীপের কর্ণধার জয়শ্রী মন্ডল,জানিয়েছেন আমরা কর্মে বিশ্বাসী আমরা অসহায় মানুষের বন্ধু।সোনারপুরে স্বর্ণদ্বীপের এবারের কর্ম সুচি ছিল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির যেখানে দুই দিন ধরে মোট 600 জন পেসেণ্ট চোখ দেখিয়েছিল আর আজ 500 জনকে সম্পূর্ণ বিনামূল্যে চশমার ব্যবস্থা করা হয়েছিল।

    আমাদের সেই চশমা সমস্ত পেশেণ্টের হাতে তুলে দিতে পেরে আমাদের সকলের খুব ভালো লেগেছে তারা সবাই খুব খুশি তাদের মুখের হাসি এবং তাদের একটাই কথা স্বর্ণদ্বীপের থেকে বিনামূল্যে চশমা সংগ্রহ করতে পেরে আমরা খুব খুশি ও আনন্দিত।আগামী দিনে স্বর্ণদ্বীপের চ্যারিটেবল ট্রাস্ট এর কাছে আবেদন রাখলেন এলাকায় কিছু মানুষ। আমাদের গ্রামে অনেক অসহায় পরিবার রয়েছে তাদেরকে মাসিক ভাতা চালু রাখলে খুবই ভালো হয় বলেন। সন্দীপ নাইয়া নামে এক ব্যক্তি। একথা শুনে স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্টের প্রেসিডেন্ট বলেন আমরা এমন পরিবারের পাশে আগামী দিন থাকতে চাই তাদেরকে বার্তা দিলেন। আমরা খুবই তাড়াতাড়ি এই কাজ শুরু করব তাতে খুশি হয়ে।এলাকার মানুষ কুর্নিশ জানালেন।আমরা চাই স্বর্ণদ্বীপ আরো বড়ো হোক সোনার আলো ছড়িয়ে যাক সবার দ্বারে দ্বারে। উপস্থিত ছিলেন স্বর্ণদ্বীপ চ্যারিটেবল ট্রাস্টের প্রেসিডেন্ট জয়শ্রী মন্ডল, সেক্রেটারি উত্তম মন্ডল, দিলীপ সর্দার ,সোমা দাস, শম্পা সুপর্ণা কল্যাণ,শ্রীকান্ত বধূক, ঝর্ণ মন্ডল, ভারতী মণ্ডল। এছাড়া বিশিষ্ট বর্গ বৃন্দ।