বীরভূম জেলা পুলিশের উদ্যোগে রাজনগর টোলগেটে পথযাত্রীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির

 

     

    খান আরশাদ, বীরভূম:

    বীরভূম জেলা পুলিশের উদ্যোগে শুক্রবার রাজনগর টোলগেটে পথযাত্রীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হল।
    বীরভূম জেলা পুলিশের উদ্যোগে রাজনগর থানার ব্যবস্থাপনায় এবং রাজনগর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সহযোগিতায় রাজনগরের টোলগেটে পথযাত্রীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হলো। রাজনগর থানার OC শামীম খানের নির্দেশে এবং SI অরিন্দম দেবনাথ ও ASI পূর্ণচন্দ্র সাহার তত্ত্বাবধানে এই রাস্তা দিয়ে যাওয়া আসা করা সমস্ত পথযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হলো আজ। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাতে পেরে খুশি পথযাত্রীরা।