ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য পরিক্ষা প্রদান

আরিফুল ইসলাম, ফুরফুরা, হুগলী: ফুরফুরা ইউনিক ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালনায় শ্রীরামপুর প্যারামাউন্ট হেল্থ কেয়ারের সহযোগিতায় ফুরফুরা ইউনিক ওয়েল ফেয়ার ট্রাস্টের কেন্দ্রীয় কার্যালয়ে সন্মুখে সারাদিন ব্যাপি হেল্থ চেকআপ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    শনিবার হুগলীর জাঙ্গিপাড়া থানার ফুরফুরা শরীফে, শ্রীরামপুর “প্যারামাউন্ট হেল্থ কেয়ারের মেডিকেল টিমের দ্বারাই স্বাস্থ্য চিকিৎসা শুরু হয়। করোনা বিধি মেনে মাস্ক পরিয়ে স্যানিটাইজ করে- ক্যাম্পে সুগার, পেসার, ইসিজি সহ জেনারেল ফিজিশিয়ান দ্বারা শতাধিক মানুষের বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসা পরিসেবা দেওয়া হয়।

    কর্মসূচিতে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তথা ফুরফুরা ইউনিক ওয়েল ফেয়ার ট্রাস্টের কর্ণধার মুফতি গোলাম হাবিব, সুব্রত সিংহ, ডা. সঞ্জীব বালা, এনায়েত উল্লাহ, মোসারফ, মারজান সিদ্দিকী, কাজি মহঃ ফারমান সেখ আরিফুল ইসলাম প্রমুখ।

    রাজ্য জুড়ে করোনা ভাইরাসের উর্দ্ধমুখী। ওমিক্রণে গ্রাসে হসপিটালে যেতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন। গ্রামের সাধারণ মধ্যবিত্ত মানুষ অর্থের অভাবে দুশ্চিন্তায় পড়েছেন। এই সময়ে গ্রামে এসে সাধারণ অসহায়দের বিনামূল্যে চিকিৎসা পরিসেবা দেওয়ায় মুফতি গোলাম হাবিব ও প্যারামাউন্ট হেল্থ কেয়ারের ভুয়সী প্রশংসা করেছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন।