|
---|
ইলিয়াস মল্লিক, হাওড়া: এ এক অভিনব উদারতা, বিনামূল্যে দরিদ্র মানুষের থালায় ইফতারের ফলমূল পৌঁছে দিচ্ছে বাঁকড়ার সেভেন ব্রাদার্স ক্লাব। বর্তমানে দেশ যেখানে পেট্রোপন্যর সাথে সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখে রীতিমতো আর্থিক অনটনের মধ্যে দিনযাপন করছে সেই সময়ে হত দরিদ্র মানুষের আশার আলো হয়ে জ্বলে উঠেছে বাঁকড়ার সেভেন ব্রাদার্স ক্লাব। উল্লেখ্য গত ৩রা এপ্রিল থেকে শুরু হয়েছে পবিত্র রমজান, বছরের মাঝে এই একটি মাস খোদাভীরুতা আর আত্মসংযমের মাধ্যমে মুসলিম সমাজ প্রভুর নৈকট্য লাভ করে থাকে। সারাদিন নির্জলা উপবাস করে সূর্যাস্তের পরে ইফতার অর্থাৎ উপবাস ভঙ্গ করেন, আর এই ইফতারর মেনুতে প্রধানত বেশিরভাগটায় থাকে ফুলমূলের আহারাদি।
কিন্তু বর্তমানে সারা দেশব্যাপী ফলমুলের ব্যপক মুল্যবৃদ্ধি হওয়ার ফলে নিম্নবিত্ত পরিবারের কাছে ইফতারে ফলাহার অলিক স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে এলাকার দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে ও তাদের ইফতার ফলমূল পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ এখন বাঁকড়া সেভেন ব্রাদার্স ক্লাব। মূলত আশিক ইকবাল লস্করের উদ্যোগে এবছর বাঁকড়া সেভেন ব্রাদার্স ক্লাবের পরিচালনায় বিতরণ করা হচ্ছে বিনামূল্যে ফলমূল ও ইফতার সামগ্রী। প্রসঙ্গত বাঁকড়া বাজার এলাকার এই ক্লাব সারা বছর এইভাবেই বিভিন্ন সমাজসেবা মূলক কাজে নিজেদের নিয়োজিত রেখেছে। তারা জানান আমরা আগামীতে সকলের সহযোগিতা পেলে এই ধরনের আরোও কর্মসূচি গ্রহণ করবো। তবে এই চড়া বাজারে ফলমূলের কেনাকাটায় হ্রাস পেয়েছে নিম্ন শ্রেণীর মানুষজন মূলত তাদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়েই তাদের এই পরিকল্পনা। ক্লাবের সামনে ফলের স্টল সাজিয়ে সম্পূর্ণ বিনামূল্যে বিতরণ করছেন আপেল, কলা ও বিভিন্ন ফলমূল।
ব্যস্ততম এলাকা পান্থপথে দেখা গেল, ইফতারের আগ মুহুর্তে বিনামূল্যে ইফতার সেবা দিচ্ছে ক্লাব। নিম্ন আয়ের মানুষদের জন্য প্রতিদিনই তারা ভিন্ন ভিন্ন ইফতারের আয়োজন করে থাকেন। এই ইফতার পেয়ে নিম্নআয়ের মানুষেরা বলেন, ‘রোজা রেখে ইফতার পেয়ে আমরা খুবই খুশি।’
মাসজুড়ে রোজাদারদের সেবায় বিত্তবানদেরও এমন উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।