লকডাউনে বিনামূল্যের মাংসের বাজার বসল ইংরেজবাজার পৌরসভার ১৩ নং ওয়ার্ডের সদরঘাট এলাকায়

নতুন গতি নিউজডেস্ক: লকডাউনে বিনামূল্যের মাংসের বাজার বসল ইংরেজবাজার পৌরসভার ১৩ নং ওয়ার্ডের সদরঘাট এলাকায়।
বুধবার সকালে বিনামূল্যের বাজার বসানোর উদ্যোগ নেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর অম্লান ভাদুড়ী। এদিন প্রায় ২০০০ জন ওয়ার্ডবাসীর মধ্যে মুরগির মাংস, আলু, পিয়াজ, সরষের তেল এবং মসলা বিতরণ করা হয়।
৫ টি কাউন্টার থেকে বিলি করা হয় মাংসসহ অন্যান্য সামগ্রী।
টানা দুইমাস ধরে সারা দেশের সঙ্গে মালদা জেলাতেও চলছে লকডাউন। এই পরিস্থিতিতে শিশুদের পুষ্টি দিতে এবং মানুষের মুখের স্বাদ বদলানোর জন্য প্রায় ২০০০ ওয়ার্ড বাসীদের হাতে মুরগির মাংস সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নেয় স্থানীয় কাউন্সিলর অম্লান ভাদুড়ী।
কাউন্সিলর এই উদ্যোগে খুশি এলাকাবাসী।

    বাইটঃ-1/ কাউন্সিলর (অম্লান ভাদুড়ী)
    2/ এলাকাবাসী (শ্যামল কুমার দে)
    3/ এলাকাবাসী (জয়শ্রী দাস রায়)