|
---|
সেখ মহম্মদ ইমরান, ঘাটাল: পিন্ড অফ পিস ফাউন্ডেশনের উদ্যোগে কুঠিঘাটে উড়ান জি এন এম নার্সিং কোচিং সেন্টারে আয়োজিত হলো একটি ফ্রী মেডিক্যাল ক্যাম্প । এখানে জেনারেল ফিজিসিয়ান , ডেন্টাল ও মেডিসিন স্পেশালিস্ট ডাক্তারেরা সম্পূর্ণ বিনামূল্যে এলাকার অসহায় সাধারণ মানুষজনের চিকিৎসা করেন। রোগীর প্রয়োজনীয় ঔষধ সামগ্রীও দেওয়া হয় । এছাড়াও এদিন রোগীদের বিনামূল্যে সুগার টেস্টও করানো হয়েছে । রঘুনাথপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেদায়েত আলী,
ডা. ওয়াসিম আকরাম, ডা আব্দুল হাসেম
মেডিক্যাল স্টুডেন্ট রেহান খান ,সারিফুল আলি, মুরসালিম, ফার্মাসিস্ট তুহিন আলি,ল্যাব টেশনলোজিস্ট হাসিনা খাতুন ,শাহিন আলি সহ মানিক হোসেন,শিশির দোলাই ,সাকিল আহম্মেদ, উড়ান নার্সিং হোমের পক্ষ থেকে সানজারুল হক সহ বিশিষ্টরা।
এদিন এলাকার শতাধিক সাধারণ মানুষ এই মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে উপকৃত হয়েছে। পিন্ড অফ পিস ফাউন্ডেশনের উদ্দেশ্যেই হলো গরীব অসহায় মানুষের পাশে থাকা জানালেন সভাপতি মেহতাব আহমেদ
এই প্রোগ্রাম সফল করার জন্য সম্পাদক আনজারুল হক উপস্থিত সমস্ত ডাক্তার , পাশাপাশি বিভিন্ন মেডিক্যাল কলেজে পাঠরত ডাক্তারি পড়ুয়াদের জানান আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ । এমন উদ্যোগের প্রশংসা করেছেন উপস্থিত এলাকাবাসী