|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: কোভিড সংক্রমণে ফলে অধিকাংশ রোগীরই অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে। আগের তুলনায় অক্সিজেনের অভাব না থাকলেও এখনো বিভিন্ন পরিবার থেকে অক্সিজেনের চাহিদা নিয়ে ফোন আসে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে। মানুষের এই অভাব দূর করতে এগিয়ে এলো রানাঘাট নাসরাপাড়া মসজিদ কমিটি।
সহযোগীতায় জামায়াতে ইসলামী হিন্দ। বুধবার অক্সিজেন সিলিন্ডারের ভান্ডার মজুত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মাওলানা আব্দুর রফিক ও আঞ্চলিক সভাপতি শাহনওয়াজ মুহাম্মদ। উদ্ধোধন করেন রানাঘাট পৌরসভার মূখ্য পৌর প্রশাসক কোশলদেব ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবী রাকেশ আলী। অক্সিজেনের জন্য জোগাযোগ করতে পারেন ৭০০১১৪৭০৮০/৭০০১১৪৩৭১৩