উরস উপলক্ষে সম্প্রীতির মেলা লোকপুরে

বীরভূম: বীরভূমের খয়রাসোল ব্লকের লোকপুর থানার অধীনস্থ শাল নদীর তীরে অবস্থিত ছোট্ট গ্রাম খন্নি, যা একদা জঙ্গল এলাকায় পরিপূর্ণ ছিল, সেখানে বিরাজমান সৈয়দ শাহতাজ ওলী ( রহঃ) ।শোনা যায় সুদূর পারস্য থেকে সাধনার উদ্দেশ্যে এখানে আশ্রয় নেন সুফি সাধক হজরত সৈয়দ শাহাতাজ ওলী (রহঃ) ।

    প্রথম দিকে ঠিক পরিচয় না পেলেও পরবর্তীকালে বেশ কিছু অলৌকিক ঘটনার কথা জনসমক্ষে প্রকাশ পায়।তেমন একটা ঘটনার কথা, একদা রাজনগরের রাজার রানিগঞ্জ থেকে গরু গাড়ি বোঝায় চিনি নিয়ে যাবার পথে অন্ধকার ভোরের দিকে শাল নদীতে মুখোমুখি অজানা এক ব্যক্তির সাথে।গাড়িতে কি আছে,জিজ্ঞেস করতেই গাড়ি চালকরা ছিনতাই এর ভয়ে বলে ফেলেন নুন(লবন) আছে , আচ্ছা ঠিক আছে তাই হবে।

    রাজার কাছে গিয়ে বস্তা খুলতেই ঘটে বিপত্তি,দেখা যায় সমস্ত চিনির বস্তায় পরিবর্তন।রাজা চালকদের কাছে ঘটনার কথা শুনে ছুটে আসেন সেখানে, কিন্তু ততক্ষণে তিনি কবরস্থ হয়ে পড়েন।রাজা সেখানে ক্ষমা প্রার্থনা করেন এবং কবর বাঁধানোর ব্যবস্থা করা হয়,সেইসাথে বেশ কিছু জমি দান করেন তার সেবাইতদের। এইরকম বহু অলৌকিক ঘটনার কথা এলাকায় প্রচলিত আছে।তিনার মাজার শরীফ ঘিরে প্রতি বছর বাংলা ৯ ই মাঘ উরশ উৎসব পালিত হয়, সেইসাথে বসে পাঁচ দিনের গ্রামীণ মেলা।এলাকায় সম্প্রীতির মেলা হিসেবে পরিচিত ।

    স্থানীয় এলাকা সহ দূরদূরান্ত থেকে ও বহু ভক্ত সমাগম ঘটে উরশ উপলক্ষে। রবিবার রাতে কোরআন তেলাওয়াত, মিলাদ মেহফিল ও দোয়া খয়ের এর আয়োজন করা হয়। উরশ উপলক্ষে বসা মেলার সোমবার শুভ উদ্বোধন করেন খয়রাসোল ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন অধিকারী।এছাড়াও উপস্থিত ছিলেন লোকপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের আহ্বায়ক সুনীল কুমার সাহা,শিক্ষক প্রদীপ মন্ডল,শিক্ষক সেখ জুলফিকার আলী,সমাজসেবী সেখ জয়নাল,পিয়ার মোল্লা প্রমুখ। একান্ত সাক্ষাৎকারে মেলা সম্পর্কে জানান গিয়াসউদ্দিন মোল্লা,জামির মোল্লারা।