|
---|
মো: নাজমুস সাহাদাত, মোথাবাড়ি: শুক্রবার বিকেলে ঈদ উপলক্ষে এক জমজমাট প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো কালিয়াচক 2 নম্বর ব্লকের উত্তর লক্ষীপুর হাই স্কুল মাঠে। এদিন ঈদের আবহে শিক্ষকদের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ঘিরে এলাকার ফুটবল প্রেমী দর্শকদের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। উপস্থিত ছিলেন উত্তর লক্ষ্মীপুর হাই স্কুল (উ:মা:) এর প্রধান শিক্ষক এনামুল হক। তিনি নিজে ও প্রবীণ বয়সে ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে দর্শকদের অনেকটা অবাক করেন। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার প্রবীন বিশিষ্ট ফুটবল তারকা তথা শিক্ষক সাফিজুদ্দিন আহমেদ, এনামুল হক, রাকিবুল হক, উত্তম মন্ডল। ছিলেন প্রতিবেদক রেজাউল করিম সহ অনেকে। ফুটবল টুর্নামেন্টে এলাকার হাই স্কুল শিক্ষকদের সঙ্গে প্রাথমিক শিক্ষকদের ফুটবল টুর্নামেন্ট সকলের নজর কাড়ে। ৬-১ ব্যবধানে প্রাথমিক শিক্ষক দল জয়ীলাভ করেন। বহু মানুষের কাছে উত্তর লক্ষীপুর এলাকা খেলাধুলাপ্রবন ও শিক্ষিত এলাকা বলে সুপরিচিত। এদিনের ফুটবল টুর্নামেন্ট নতুন মাত্রা যোগ করে। এ দিন জয়ীদের হাতে ট্রফি তুলে দেন উপস্থিত বিভিন্ন অতিথিবর্গ। প্রাথমিক শিক্ষকের তরফে গোল করেন সামিউল হক একটি, মঙ্গল মন্ডল দুটি, ইজাজ আহমেদ তিনটি তাদের সাথে খেলেন মোহাম্মাদিয়া হাই মাদ্রাসার শিক্ষক জাকির হোসেন। অপর দিকে হাইস্কুলের শিক্ষক অজেদ আলি একটি গোল করেন। এই ক্রীড়া উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথিবর্গ। উদ্যোক্তাদের তরফে শিক্ষক অজেদ আলি ও ইজাজ আহমেদ প্রমুখ বলেন, প্রতিবছর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।এলাকার যুব সমাজ ও ছাত্রছাত্রীদের মোবাইল এর নেশা থেকে দূরে সরিয়ে রাখতে ও ক্রীড়া, সংস্কৃতি, মূল্যবোধ জাগরণ ঘটানোর লক্ষ্যে এই মহতি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল।