শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার—শহর থেকে চা–বাগানের বুক চিরে সফর করার জন্য সাড়ম্বরে শুরু হয় ভিস্টাডোম কোচের পরিষেবা

নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার—শহর থেকে চা–বাগানের বুক চিরে সফর করার জন্য সাড়ম্বরে শুরু হয় ভিস্টাডোম কোচের পরিষেবা। যেভাবে তাতে মানুষ সাড়া দিয়েছিল তাতে জনপ্রিয়তা লক্ষ করা গিয়েছিল। কিন্তু সেই জনপ্রিয়তায় ভাটা পড়তে শুরু করেছে। তাই কমতে শুরু করেছে যাত্রী সংখ্যাও। এই পরিস্থিতিতে সপ্তাহে মাত্র দু’‌দিন এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে।কিন্তু কেন জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে? এই বিষয়ে যাত্রীরা জানাচ্ছেন, ভিস্টাডোমে ভাড়া খুবই বেশি। শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার যেতে প্যাসেঞ্জার ট্রেনের ভাড়া ১০০ টাকার কম। আবার এই পথ যদি এক্সপ্রেস ট্রেনে যাওয়া হয় তাহলে সর্বাধিক ভাড়া ১৫০ টাকা। সেখানে ভিস্টাডোমে এই যাত্রাপথের ভাড়া অন্তত পাঁচ গুণ বেশি। তাই জনপ্রিয়তা হ্রাস পেয়েছে।উল্লেখ্য, ২০২১ সালের ২৮ অগস্ট এনজেপি থেকে শুরু হয় ভিস্টাডোম ট্রেনের পরিষেবা। জনপ্রিয়তা বৃদ্ধি পাওয়ায় ৩ দিন থেকে বাড়িয়ে ৬ দিন করা হয় ভিস্টাডোম পরিষেবা। তরাই–ডুয়ার্সের যাত্রাপথে পর্যটকদের কাছে জনপ্রিয়তা হয়ে ওঠে এই পরিষেবা। কিন্তু অতিরিক্ত ভাড়া দিয়ে শিলিগুড়ি–আলিপুরদুয়ার পর্যন্ত সফর করতে কেউ রাজি নন। তাই শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার মাত্র দু’‌দিন চলছে এই কোচ যুক্ত ট্রেন।
তাহলে ভিস্টাডোমের ভবিষ্যৎ কী?‌ রেলওয়ে সূত্রে খবর, আবার যদি যাত্রীদের চাহিদা বাড়ে সফরের দিনও বাড়ানো হবে। আর তা না হলে এভাবেই চলবে। করোনাভাইরাসের জেরে এই পরিষেবা বন্ধ রাখতে হয়েছিল। এবার তা নিয়ন্ত্রণে থাকায় শুরু হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারের যাত্রায় আগ্রহ হারিয়েছে পর্যটকরা। ভাড়ার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। আপাতত সপ্তাহে দু’দিন এই পরিষেবা মিলবে