|
---|
নিজস্ব সংবাদদাতা :গত তিনদিন ধরে উত্তরবঙ্গে তাপমাত্রা পারদ উর্ধ্বমুখী রয়েছে। তবে আজ গরমের ধরনটাই যেন অন্যরকম ছিল। সমতল থেকে পাহাড় গরমের দহন জ্বালায় জ্বলেছে। শিলিগুড়ি জলপাইগুড়ি মালদা দিনাজপুর সহ প্রায় গোটা উত্তরবঙ্গের তাপমাত্রার পারদ আজ অসহনীয় ছিল। এদিন সকাল থেকেই রোদে তেজে জেরবার শিলিগুড়ির আমজনতা। বেলা বাড়তে তেজ যেন আরও দ্বিগুণ বেড়ে যায়।
সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করেছে। আবহাওয়ার রিপোর্টে অনুভূতি ৪৪ ডিগ্রি আশেপাশে দেখাচ্ছিল। এদিন সকাল থেকেই রাস্তাঘাট ফাঁকা , সবজি ফল মিষ্টির দোকান বাদ দিয়ে অন্য দোকানগুলোতে খদ্দেরের দেখা সেই অর্থে পাওয়া যায়নি। বিশেষ প্রয়োজন না থাকলে বাড়ির বাইরে বেরোতে অনীহা ছিল অনেকেরই। অপরদিকে গরমের থেকে স্বস্তি পেতে এদিন দার্জিলিঙে পর্যটকদের ঢল নামে । তবে কোথায় ঠান্ডা, চড়া রোদে কাহিল শৈল শহর। তাপমাত্রা উঠে যায় ২৮ ডিগ্রিতে। গরমে হাঁসফাঁস অবস্থা পর্যটকদের। তার উপর রাস্তায় যথেষ্ট জ্যাম ছিল। তবে বেলা গড়িয়ে দুপুর হতে বৃষ্টিতে ভিজে যায় দার্জিলিং। তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হয়। হাফ ছেড়ে বাঁচে পর্যটক মহল।