|
---|
নিজস্ব সংবাদদাতা:আজ থেকে এন জেপী -কাঠমান্ডু বাস পরিসেবা শুরু করল এন বি এস টি সি।আজ থেকে সপ্তাহে তিনদিন এনজেপী থেকে কাঠমুন্ডু বাস পরিষেবা শুরু হতে চলেছে। এর অর্থ ট্রেন থেকে নেমে যাত্রীদের আর কষ্ট করতে হবে না, ষ্টেশনের বাইরে থেকে সরাসরি নেপাল যাওয়ার বাস পেয়ে যাবেন। উত্তরবঙ্গ পরিবহন নিগমের করা এই উদ্যোগ কে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। সপ্তাহে তিনদিন এই বাস যাবে নেপাল থেকে।আবার নেপাল থেকে সপ্তাহে তিনদিন ছাড়বে বাস।এর অর্থ কাঠমান্ডু থেকে কলকাতা এখন অনেকটাই সহজ হয়ে যাবে যাত্রীদের কাছে।এনজেপী থেকে বাস ছাড়বে বিকেল তিনটের সময়।নেপাল বাস ছাড়বে সকাল এগারোটার সময়।এনজেপী থেকে বাস ছাড়ার খবরে খুশী এনজেপী রেলের আধিকারিকেরাও, তারাও জানিয়েছেন এতে রেল এবং বাস দুই পরিসেবারই উপকার হবে।এতে কলকাতা থেকে নেপালের যাত্রীদের সরাসরি নেপালে পৌছে দেওয়া যাবে।