ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে ইফতার মজলিস

সংবাদদাতা : বৃহস্পতিবার ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে এক বিশাল ইফতার মজলিস অনুষ্ঠিত হয়। ইফতার মজলিসে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানিয়ে অ্যাকাডেমির চেয়ারম্যান মুহাম্মদ কামরুজ্জামান বলেন ইসলাম সাম্য ও শান্তির ধর্ম। ইসলামে ধনী-দরিদ্র, কালো-সাদার কোন ভেদাভেদ নেই। কামরুজ্জামান বলেন ইফতার কেবল রোজাদারদের জন্যই উপহার স্বরূপ। ইফতারের স্বাদ কেবল রোজাদাররাই গ্রহণ করতে পারেন। ইফতার নিয়ে অযথা রাজনৈতিক বাড়াবাড়ির তিনি নিন্দা জানান। খুশির ঈদ যাতে শান্তিপূর্ণভাবে সর্বত্র পালন করা সম্ভব হয়, সেজন্য রাজ্য তথা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর জন্য সরকার এবং প্রশাসনের কাছে কামরুজ্জামান আহ্বান জানান। একই সঙ্গে তিনি সমাজের ধনীদের কাছে আহ্বান জানান দরিদ্র মানুষের মধ্যে ঈদের খুশিকে ভাগাভাগি করে নেওয়ার জন্য। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়তে আহলে হাদিস পশ্চিমবাংলার সম্পাদক আলমগীর সর্দার, লাব্বাইক ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল হাসিবুর রহমান, ফ্রন্টপেজ অ্যাকাডেমি জামা মসজিদের খতিব মুফতি বাহাউদ্দিন, অ্যাকাডেমির প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।