|
---|
সরস্বতী পুজোর আগে ফলের বাজার অগ্নিমূল্য। আর্থিক সমস্যায় সাধারণ মানুষ
আব্দুল হাই, বাঁকুড়াঃ – আগামীকাল মা সরস্বতীর আরাধনায় মেতে উঠবে গোটা দেশবাসী কিন্তু ফলের বাজারে জিনিসপত্রের যা দাম তাতে আনন্দে ভাটা পড়ছে আমজনতার । বর্তমান কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে সাধারণ মানুষের পকেটে এমনিতেই টান পড়েছে তার ওপর ফলের বাজার অগ্নিমূল্য সবমিলিয়ে রীতিমতো আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমজনতাকে । সোমবার সোনামুখী বাজারের বিভিন্ন প্রান্তে ঘুরে এমনই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায় । অনেকেই আবার বাজেটে কাটছাঁট করতে বাধ্য হচ্ছেন আবার অনেকে নিয়ম রক্ষার্থে বাজার করতে ব্যস্ত হয়ে পড়েছেন । এ মুহূর্তে আপেল দেড়শ থেকে দুইশ টাকা কেজি দরে বিক্রি মটরশুটি ৫০ টাকা কেজি কলার ডজন ২৫ থেকে ৩০ টাকা কমলালেবু ৮০ টাকা কেজি ।
মধুসূদন রায় নামে এক সাধারণ ক্রেতা বলেন , প্রতিদিনই জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে ফলে দারুন সমস্যায় পড়তে হচ্ছে আমাদের । সুমন্ত হালদার নামে অপর এক ক্রেতা বলেন , এখন এমনিতেই রোজগার কম তার ওপর জিনিসপত্রের যা দাম বেড়েছে তাতে দারুন আর্থিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের । দুদিন আগে যা দাম ছিল এখন দাম আরো বেশি দাম বলে জানান তিনি ।
আশীষ সেন নামে এক ফল বিক্রেতা বলেন , জিনিসপত্রের অত্যাধিক দাম বৃদ্ধি পাওয়াতে খরিদ্দার অনেক কম আসছে যার ফলে আমাদের কেউ আর্থিক সংকটে পড়তে হচ্ছে ।