দেগঙ্গার চাকলা মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান নিয়ে ফলপ্রসূ আলোচনা

দেগঙ্গার চাকলা মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান নিয়ে ফলপ্রসূ আলোচনা

    নতুন গতি , দেগঙ্গা:  পবিত্র ধর্মীয় স্থান উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার চাকলা লোকনাথ বাবা ব্রহ্মচারী মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান নিয়ে শুক্রবার প্রশাসনিক আলোচনা অনুষ্ঠিত হয় দেগঙ্গা ব্লক প্রশাসনের উদ্যোগে।  রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ধর্ম যার যার উৎসব সবার।  ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি মিটিংয়ে সদর্থক ভাবে উঠে আসে পাণীয় জল, পরিষ্কার পরিচ্ছন্নতা, টয়লেট,  ইলেকট্রনিক্স, সহ স্বাস্থ্য নানা বিষয়।  উল্লেখ্য , অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় উপস্থিত ছিলেন, বারাসাত মহাকুমা শাসক সোমা সাউ,  জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, এসডিপিও সৌমজিৎ বড়ুয়া,  সমষ্টি উন্নয়ন আধিকারিক সুব্রত মল্লিক, আইসি অজয় কুমার সিংহ, জেলা পরিষদের সদস্য ঊষা দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি,  প্রধান মৌমিতা কাহার, মন্দির কমিটির পক্ষে সম্পাদক সমিত রায়,  সভাপতি নবকুমার দাস,  কোষাধ্যক্ষ স্বপন সেন সহ অন্যান্যরা।