|
---|
নিজস্ব সংবাদদাতা: নেপালে আপাতত নিষিদ্ধ হচ্ছে ফুচকা। আজ সকালে এই ঘোষনা করা হয়েছে নেপাল সরকারের তরফ থেকে। সরকারের তরফ থেকে এও জানিয়ে দেওয়া হয়েছে না বলা পযর্ন্ত চালু করা যাবে না ফুচকা ষ্টল।নেপালে বাড়ছে করোনা।আর নেপাল সরকার মনে করছে এর জন্য কিছুটা হলেও দায়ী থাকছে ফুচকা।হাত চুবিয়ে ফুচকার জল দিতে গিয়েই ঘটছে এই সংক্রমন বলে মনে করছে নেপাল সরকার। নেপালে প্রচণ্ডভাবে জনপ্রিয় ফুচকা। নেপালের প্রায় 70%শতাংশ মানুষের কাছে প্রচণ্ডভাবে জনপ্রিয় ফুচকা।তাই ফুচকা বন্ধ করে হতাশ হবেন নেপালের মানুষ।নেপাল সরকারের তরফ থেকে জানানো হয়েছে যতদিন না পযর্ন্ত সংক্রমন কমের দিকে যাচ্ছে ততদিন পযর্ন্ত বন্ধ রেখে দেওয়া হবে ফুচকা। ফুচকা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় দশহাজার ফুচকা ব্যাবসায়ীর বন্ধ হয়ে যাবে ব্যাবসা।তাই ভারত নেপাল সীমান্তে যেসব দোকান আছে যারা ফুচকা বিক্রি করেন তাদের সরকারের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে দোকান বন্ধ করে দেবার।