|
---|
সংবাদদাতা : ২১ ফেব্রুয়ারি ২০২২, সোমবার সকাল ১১টায় বিশ্ব মনীষী কোষ পরিষদ এবং আল-আমিন শিক্ষাকেন্দ্রের যৌথ প্রয়াসে ফুরফুরা শরীফের মোল্লাপাড়ায় আল-আমিন শিক্ষাকেন্দ্র (গভঃ রেজিঃ) স্কুল প্রাঙ্গণে আন্তর্জাতিক ভাষা দিবস উৎযাপন, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ ও আলোচনা সভা, গুণিসম্মাননা, শিশুদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। এই বছর ভাষা শহীদ সালাম মনীষী পুরস্কার ২০২২ পান আইনজীবী দেবাশীষ মুখার্জী, ভাষা শহীদ রফিক মনীষী পুরস্কার ২০২২ পান অধ্যাপক ডঃ অপূর্ব কুমার বিশ্বাস, ভাষা শহীদ বরকত মনীষী পুরস্কার ২০২২ পান লেখক সরোজ ভট্টাচার্য মহাশয়। তাঁদের মানপত্র, মোমেণ্ট, আরচিং, মিষ্টি, গ্রাউন প্রদান করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করে স্মারক বক্তৃতা দেন অধ্যাপক ডঃ অপূর্ব কুমার বিশ্বাস, পরিষদের সভাপতি ও ট্রাস্টি মুহাম্মদ নাসেরউদ্দিন, ফিল্মি ডিরেক্টর আশীষ রায়, অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফজাল জিন্নাহ-সহ আরো অনেকে। আল-আমিন শিক্ষাকেন্দ্র স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- জলি-রেস, ফ্রগ-রেস, এক পা তুলে খেলা, দৌড়, যেমন খুশি সাজো. মিউজিক্যাল চেয়ার, অঙ্ক দৌড়, হাঁড়ি ভাঙ্গা, ব্যালান্স রেস ও ছয় বল ঝড়িতে রাখা ইত্যাদি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগিদের মানপত্র, গোল্ড মেডেল ও পুরস্কারে ভূষিত করা হয়। এলাকার বহু মানুষ, আল-আমিন শিক্ষাকেন্দ্রের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকাবৃন্দ উপস্থিত ছিলেন