ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার ট্রাষ্ট এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ,চক্ষু পরীক্ষা ও আলোচনা সভা

ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার ট্রাষ্ট এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ,চক্ষু পরীক্ষা ও আলোচনা সভা
 
সামিম আহমেদ,নতুন গতি,ফুরফুরা শরীফ:
মানব সেবায় অতন্দ্র প্রহরী মুফতি গোলাম হাবিবের উদ্দোগে ফুরফুরা শরীফে জাতি- ধর্ম বর্ণ নির্বিশেষে চক্ষু পরীক্ষা,শীতবস্ত্র বিতরণ ও আলোচনা। ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিধ্বজন রা খুবই চিন্তিত,সেই সময়ের মধ্যে মানুষের জন্যে সেবায় নিয়োজিত ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার ট্রাষ্ট। প্রায় ৩৫০জন মানুষ কে ফ্রি তে চিকিৎসা করা হয়।এছাড়া ও ৪০২ জন মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুধু দেওয়ার জন্য দেওয়া নয়, শীতবস্ত্র গুলো যথেষ্ট মূল্যবান ও সাধারণ মানুষের ব্যাবহারের যোগ্য।উক্ত সভাতে পীরজাদা মেহেরাব সিদ্দিকী ,পীরজাদা সাজ্জাদ হুসাইন, ফয়সুর রহমান, বিশিষ্ট লেখক মানিক ফকির,চিত্র পরিচালক রাজ ব্যানার্জী,উসা আব্বাসী,মোহাম্মদ মহসিন, বিশিষ্ট সমাসেবক মাওলানা ওবাইদুল্লাহ, বিশিষ্ট লেখক শেখ নুরুদ্দিন প্রমুখ ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। গ্রাম বাসীরা শীতবস্ত্র পেয়ে মুফতি গোলাম হাবিব কে দু হাত তুলে আশির্বাদ করেন।উক্ত অনুষ্ঠানে বর্তমান দেশের পরিস্থিতির কথা আলোচনা হয়।