ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে দুঃস্থ মানুষের শীতবস্ত্র বিতরণ ও অ্যাম্বুলেন্স উদ্বোধন

ফুরফুরা ইউনিক ওয়েলফেয়ার ট্রাস্ট এর উদ্যোগে দুঃস্থ মানুষের শীতবস্ত্র বিতরণ ও অ্যাম্বুলেন্স উদ্বোধন

     

     

     

    সামিম আহমেদ, নতুন গতি, ফুরফুরা: স্বামী বিবেকানন্দ বলেছেন – জীবে প্রেম করে যে জন সে জন সেবিছে ঈশ্বর। ফুরফুরা ধর্ম কেন্দ্র হিসাবে সর্ব সমাজে সমাদৃত। সেখানে মুফতি গোলাম হাবিব এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন। সাধারণ মানুষ যাতে হুগলি জেলা থেকে কলকাতা তে দ্রুত যাতায়াতের ব্যবস্থা করলেন। সাধারণ মানুষ অ্যাম্বুলেন্স পেয়ে খুব খুশি।

     

    উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত ওসি নজরুল ইসলাম, শ্রী অরূপ মুখার্জী, শ্রী পর্নালি ব্যানার্জী, শ্রী বীরেন্দ্র নাথ মাহাতো, প্রফেসর মুন্সী রাকিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ অরুণ জ্যোতি শ্রমণ। তিনি বক্তব্য দিতে গিয়ে বলেন সকল মানুষ কে মুফতি গোলামের মানবিক কাজের পাসে দাঁড়ানো উচিত।

     

    এছাড়া ও সংগঠনের সম্পাদক গোলাম হাবিব বলেন আমি যত দিন জীবনে বাঁচবো মানুষের জন্য কাজ করে যাবো, আমাকে কেউ বাধা দিতে পারবে না।