ফুরফুরার ঐতিহাসিক ক্বেরাত প্রতিযোগিতার অনুষ্ঠান আজ শেষ হলো

আব্দুস সামাদ মণ্ডল, ফুরফুরা শরীফ: ফুরফুরা শরীফ মোজাদ্দেদীয়া অনাথ ফাউন্ডেশনের পরিচালনায় সর্বভারতীয় কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠান শেষ হলো আজ।

    প্রতিযোগিতার প্রথম দিন প্রথম রাউন্ডে সর্ব মোট ৪৪ জন প্রতিযোগী নিয়ে শুরু হয় আনুষ্ঠান।

    ৪৪ জনের মধ্য থেকে ১৫ জন প্রতিযোগীকে দ্বিতীয় রাউন্ডের জন্য নির্বাচিত করা হয়।

    দ্বিতীয় দিন ১৫ জন প্রতিযোগীকে নিয়ে সেমিফাইনাল রাউন্ড হয় এবং ১৫ জনের মধ্যে ৮ জন প্রতিযোগীকে পরের পর্বের জন্য নির্বাচন করেন।

    এই আট জনের মধ্য থেকে পাঁচজনকে সফল প্রতিযোগী হিসেবে নির্বাচিত করে বিচারকগন।

    উক্ত অনুষ্ঠানে প্রথমস্থান অধিকার করেছেন হুগলীর হাফেজ ক্বারী মাওলানা “আব্দুল্লাহ সাহেব”

    প্রথম পুরস্কার ১ লক্ষ টাকা।

    দ্বিতীয় পুরস্কার ৫০,তৃতীয় ২৫ , চতুর্থ ১০ও পঞ্চম পুরস্কার ৫ হাজার টাকা।

    এই প্রতিযোগিতায় রাজ্য সহ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন,

    বিচারক হিসেবে ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারী সাহেবগন।

    প্রতিবছরের মতো এবছরও কেরাত প্রতিযোগিতার একটি বিশেষ আকর্ষণ ছিল এই মঞ্চ থেকে আগত দর্শকদের জন্য লাকি কুপন মারফত ওমরা হজের উদ্দেশ্যে দুই জনকে নগদ ৬০ হাজার করে টাকা, এবং ৫ টি সাইকেল দেওয়া হয়ে থাকে।

    উক্ত কুরানের অনুষ্ঠান বিশ্ববাসীর জন্য দুয়ার মাধ্যমে সমাপ্তি ঘটে।