পুরবোর্ড হবে কাদের? গরম শিলিগুড়ি

শিলিগুড়ি: এবারে পুরবোর্ড কাদের হবে?কারা গড়বে নতুন সংসার এ নিয়েই গরম শিলিগুড়ি।আপামর শিলিগুড়ির মানুষের কাছে একটাই কথা ভেসে আসছে কে জীতবে?কে হারবে কে দলে থাকবে কে থাকবে না?তৃনমুল কি এবারে সত্যি সত্যি পুরবোর্ড দখল করতে পারবে?না শিলিগুড়ির মানুষের কাছ থেকে উন্নয়ন দুরেই থেকে যাবে?আর মাত্র নদিন বাকি তারপরেই চুড়ান্ত ফলাফল আসবে,তাই রাজনৈতিক দলগুলি এখন শেষ চেষ্টা করে যাচ্ছে যদি কিছু করা যায়,তবে ভারী এখন তৃণমূল কংগ্রেসেরই।

    এবারে তৃনমুল কংগ্রেসের রেজাল্টের উপর নির্ভর করছে শিলিগুড়ির উন্নয়ন।আর শিলিগুড়ির মানুষ এবারে তৃণমূলকেই ভোট দেবেন বলে মনে করছেন শিলিগুড়ির 14নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রাবনী দত্ত।তিনি এইব্যাপারে জানালেন আমি আশাবাদী আমি জিতছিই।আমার 5বছরের খতিয়ান তুলে ধরেছি।আমি আমার সহকর্মীদের সাথে সাথে সাথে প্রতিটি বাড়িতে যাচ্ছি এবং সবার সুবিধা অসুবিধার কথা জিঞ্জাসা করছি।এখনো কয়েকদিন আমার হাতে আছে আমার বিশ্বাস আবার আমি 14নং ওয়ার্ডকে সাজিয়ে তুলতে পারবো।শিলিগুড়ির বেশ কয়েকটি ওয়ার্ডেই বেশ উত্তেজনাপূর্ণ লড়াই হবে বলে মনে করছেন সাধারন মানুষ।এর মধ্যে নান্টু পাল এবং বাসুদেব ঘোষের বারো নম্বরের লড়াই বেশ উত্তেজনা ছড়াবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।এখন আগামী বাইশে জানুয়ারীতে শিলিগুড়িতে মানুষ কোন দিকে যাবে সেটা বোঝা যাবে আগামী 25তারিখে।শিলিগুড়ির মাটি এখন কাকে ধরবে আর কাকে ছাড়বে এটা সময়ের উপরেই ছেড়ে দিয়েছেন।