কামরাঙ্গাগুড়িতে সোনালী মুরগির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য, ১৪০০ র বেশি মুরগির মৃত্যুতে মাথায় হাত ফার্ম মালিকের

শিলিগুড়ি: শিলিগুড়ির কাছে কামরাঙ্গাগুড়িতে সোনালী মুরগির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। মাথায় হাত পড়েছে ফার্ম মালিকের। দু’দিনের মধ্য এই মুরগিরর মৃত্যু । শনিবার দুপুর অবধি প্রায় ১৪০০ মুরগির মৃত্যু হয়েছে । কি কারনে মৃত্যু তা নিয়ে ধন্দে পশু চিকিৎসক থেকে মুরগি ব্যবসায়ী।

    এখন বাজারে দেশী মুরগির জায়গা নিয়েছে সোনালী প্রজাতির মুর্গি। এমনই প্রায় দু বছর ধরে ফুলবাড়ি এক নম্বর অঞ্চলের কামরাঙ্গাগুড়ি এলাকায় বাসিন্দা গৌতম পাটুয়া নামে এক ব্যক্তি নিজের বাড়িতেই লোন নিয়ে ফার্ম তৈরি করে পালন করছিল সোনালী মুরগি।মুনাফাও হচ্ছিল বেশ। কিন্তু এক রাতের মধ্যে প্রায় ১৪০০ মুরগি মারা যায় কোন অজানা কারনে । কি কারণে এমন ঘটনা ঘটল তা নিয়েই চিন্তিত গৌতম বাবু ও তার পরিবার।এটার উপরেই চলে তাদের সংসার । প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও জানান ফার্ম মালিক গৌতম পাটুয়া ও তার স্ত্রী আফিজা খাতুন। তারা বলেন, কোনও শত্রু আমাদের নেই । কি ভাবে মারা গেল বুঝতে পাচ্ছি না।খাদ্যে বিষক্রিয়ার কারনেই কি ঘটেছে এই ঘটনা,তাও মানতে নারাজ ওই ফার্মের মালিক গৌতম খাটুয়া,তিনি জানালেন খাবার দেবার সময় আমি নিজে দেখে রোজ খাবার দিই,মুরগীদের খাবার এবং দেখাশোনা করবার জন্য দুজন লোক ঠিক করেছি আমি,তারাই সবকিছু দেখাশোনা করে,তারও এই ঘটনাতে অবাক হয়ে গেছে,এতগুলো মুরগী কিকরে মারা গেল আমি ভেবেই পাচ্ছি না,প্রচুর টাকার ক্ষতি হয়ে গেল জানালেন বিমল খাটুয়া।আবার নতুন করে যদি আমি ব্যাবসা শুরু করতে গেলে আমার যে পরিমান টাকার দরকার সেই টাকা আমার কাছে নেই,তাই আমি এখন একেবারেই অসহায় হয়ে পড়লাম এই ঘটনার ফলে জানিয়ে দিলেন বিমল খাটুয়া।