শিলিগুড়ি মহকুমার মালগছে চিতাবাঘের হামলায় জখম দুই, ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য

শিলিগুড়ি: শিলিগুড়ি মহকুমার মালগছে চিতাবাঘের হামলায় জখম হলেন দুই জন। জনবহুল এলাকায় চিতা বেরোনো ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ফাঁসিদেওয়ায়। চিতার হামলায় আহতদের নাম সাবেদা খাতুন ও মহম্মদ হাফিজ। জানা গিয়েছে মঙ্গলবার বিকেলে মহম্মদ হাফিজ ওই এলাকায় একটি চা বাগানে কাজ করছিলেন।

    ঠিক সেই সময় একটি চিতাবাঘ হামলা চালায়। এরপর সাবেদা খাতুন নামে এক মহিলাও শ্রমিকের উপরেও হামলা চালায় চিতাবাঘটি। দুই শ্রমিকের চিৎকার আত্মনাদ শুনে, ছুটে আসে অন্যান্য চা বাগানের শ্রমিকরা, তরীঘরী স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যায়। দুজনেই গুরুতর জখম থাকায় সেখান থেকে তাদেরকে উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।

    বর্তমানে দুজনের চিকিৎসা চলছে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। অপরদিকে এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বনকর্মীরা। এলাকায় চিতার খোঁজে তল্লাশি চলছে, তবে দেখা মেলেনি চিতার। চিতার আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয় বাসিন্দাদের। চা বাগান শ্রমিক এবং স্থানীয় বাসিন্দারা এলাকায় খাঁচা পাতার দাবি তুলেছেন।