ধর্ষণের ঘটনাঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদহে হবিবপুর থানা এলাকায়

মালদা: ধর্ষণের ঘটনাঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদহে হবিবপুর থানা এলাকায়।জানা গেছে বুধবার দুপুরে দশ বছরের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে বিস্কুটের প্রবভন দেখিয়ে জোরপূর্বক এলাকার এক ব্যাক্তি ঝারু তৈরি কারখানা নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ।

    প্রতিদিনের মতো বুধবার দিন কাজে যায় ওই নাবালিকার মা ও বাবা তারা দুই জনেই দিনমজুর কাজ করে সেই সুযোগ বুধবার দুপুরে নাবালিকাকে বিস্কুটে প্রলোভন দেখিয়ে অভিযুক্ত নিমাই বিশ্বাস নামে ওই ব্যক্তি নাবালিকাকে তার ঝারু তৈরি বানানোর কারখানায় ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করার চেষ্টা করে।কোন ভাবে মেয়েটি অভিযুক্ত হাতে কামর দিয়ে সেখান থেকে অভিযুক্ত হাতে থেকে পালিয়ে আসে। তার মা ও বাবা কাজ থেকে বাড়ি ফিতেই দেখেন তার মেয়ে কান্না করতে থাকে, তার মা জিজ্ঞেস করলে সব ঘটনা বলে নাবালিকা। যার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ইতিমধ্যে পরিবারের লোকেরা বুধবার রাতেই হবিবপুর থানা ওই ব্যক্তির নিতাই বিশ্বাসের নামে হবিবপুর থানায় লিখিত অভিযোগ জানায়। পুলি সুত্রে জানাগেছে বর্তমানে অভিযুক্ত নিতাই বিশ্বাস পলাতক,পরিবারের অভিযোগ ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ।পরিবারের অভিযোগ, এর আগেও অনেক বার বাড়িতে কেউ না থাকার সুযোগ দেখে ঢোকে পরতো ঘরে, অভিযুক্ত নিতাই বিশ্বাস ঝারু তৈরি কারখানার সামনে সাবমার্সিবল রয়েছে সেখানে এলাকার মহিলারা স্নান করতে আসলে বিভিন্ন ধরনের প্রবোভন দিয়ে কারখানায় ডাকার সহ কুনজরে তাকাতো বলেও অভিযোগ।পরিবারের তরফে ওই ব্যাক্তির কঠর শাস্তি দাবি জানিয়েছেন।