|
---|
জলপাইগুড়ি: জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে দশ দরগা এলাকায় বেশ কয়েক রাউন্ড গুলি সহ পাইগান উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ।
এদিন ওই এলাকায় কবরস্থানে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে এলাবাসীরা দেখতে পান একটি পাইপগান সহ বেশ কয়েক রাউন্ড কার্তুজ পরে রয়েছে । এরপর খবর দেওয়া হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ । ঘটনাস্থল থেকে উদ্ধার করে পাইপগান সহ বেশ কয়েক রাউন্ড কার্তুজ ।
পুলিশ তদন্ত শুরু করেছে । কথা থেকে এল , কিভাবে এল এ সমস্ত বিষয় ক্ষতিয়ে দেখছে পুলিশ।এই ব্যাপারে স্থানীয়দের সহায়তা চেয়ে তদন্তে নেমেছে পুলিশ।তবে পুলিশের সন্দেহ এর পিছনে বাইরের লোকেদের হাত আছে।বাইরে থেকে এসে বাড়ি ভাড়া করে মাস তিনেক থেকে তারা এই অবৈধ কাজকর্ম শুরু করে।