|
---|
মালদা,২৬ অক্টোবর : মঙ্গলবার সকালে এক অজ্ঞাত যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার এর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লো ইংরেজবাজার থানার কাজী গ্রাম গ্রাম পঞ্চায়েতের বাগবাড়ি এলাকায়। মৃতদেহের গলায় এবং শরিরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের কোপ রয়েছে।
এদিন সকালে বাগ বাড়ি বাঁধ এলাকায় স্থানীয়দের নজরে পড়ে মৃতদেহটি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
মৃতদেহের নাম পরিচয় জানার চেষ্টা করছে তারা। পুলিশের প্রাথমিক অনুমান ধারালো অস্ত্র দিয়ে ওই যুবককে খুন করা হয়েছে।কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা তদন্ত শুরু করেছে পুলিশ।