|
---|
নূর আহমেদ : ২১ জুলাই স্মৃতির উদ্দেশ্যে এক দিবসীয় বিরাট ফুটবল প্রতিযোগিতা রবিবার সকাল ১০ টা নাগাদ ২০ দলের ফুটবল খেলা হয়। শহর ও ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মেমারি খাঁড়ো ফুটবল মাঠে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এই খেলার উদ্বোধন করেন, সাধারণ সম্পাদক পূর্ব বর্ধমান জেলা তৃনমূল কংগ্রেসের ফাত্তার কয়াল, জেলা পরিষধের সদস্য বিমল সরেন। ২০ দলের খেলার ফাইনালের মুখোমুখি হয়।
২০ দলের ফাইনালে মুখোমুখি হয় মেমারি দূর্গাপূর অঞ্চল, বনাম মেমারি ৫ নং ওয়ার্ড। খেলাটি টাইবেকারের মাধ্যমে মিমাংসা হয়। দূর্গা অঞ্চল জয়ী হয়। বিজীত দল মেমারি ৫ নং ওয়ার্ড। জয়ী দল দূর্গাপুর অঞ্চলের সেরা খেলোয়ার উপেন টুডু, মাঠে উপস্থিত ছিলেন, বিধায়ক মধুসূধন ভট্রাচার্য। চ্যাম্পিয়ান দল দূর্গাপুর অঞ্চল,ও বিজীত দল মেমারি ৫ নং ওয়ার্ড। তাদের হাতে ট্রফি তুলে দেন সাধারণ সম্পাদক পূর্ব বর্ধমান জেলা, ফাত্তার কয়াল, ফারুক আব্দুল্লা, জিতেন্দ্র সিং, মুকেশ শর্মা প্রমখ।