|
---|
রফিকউদ্দিন : জি ডি চ্যারিটেবল এর সহযোগিতায় দক্ষিণ দিনাজপুরের বংশিহারী পাঞ্জারিপাড়ায় বেস আন নূর মডেল স্কুলে উদ্যোগে ১০০ পরিবারের হাতে ত্রাণ বিলি বনটন করেন। এখানে সাস্থ্য সচেতনতা শিবির করে করোনা ভাইরাস মোকাবিলায় কথা বলেন এবং এলাকার মানুষের হাতে মাক্স তুলে দেন। এই পর্যন্ত মোট ৮টা ব্লকে ৪০৫০ জনের হাতে ত্রাণ তুলে দিয়েছেন। উপস্থিত ছিলেন ডেপুটি মেজিস্টিট মনতোষ মণ্ডল, গঙ্গারামপুরের পুলিশ আধিকারিক দ্বীপ কুমার দাস, এলাকার প্রধান মোকলেসুর রহমান, মিজানুর রহমান, বেস আন-নূর মডেলের সম্পাদক খাদেমূল ইসলাম, প্রধনান শিক্ষক আয়ুব আনসার, আন-নূর ইংলিশ অ্যাকাডেমি সম্পাদক রাসনাউল আলম, স্কুল শিক্ষক সহ আরও অনেকে ।