|
---|
- সংবাদদাতাঃ ১৪অক্টোবর,রবিবার,দুর্গোৎসব উপলক্ষে রবিবার নাবাবীয়া মিশন বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় ৫০০ জন দুস্থ হিন্দু ধর্মের মানুষের মধ্যে বস্ত্র বিতরন করা হয়।
জি ডি চ্যারিটেবল সোসাইটি ও নাবাবীয়া যৌথ ভাবে বস্ত্র বিতরনের কর্মসূচি আয়োজন করেন। জি ডি সোসাইটির কর্নধার মোস্তাক আহমেদ মূল উদ্যেশ্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এই মহৎ কাজে সামিল হয়েছেন শরিফ হোসেন, মোতাহার হোসেন, মুশরেফা হোসেন, সিরাজুল হক লাল্টু ( কর্ণধার, কেজিএন মার্বেল ) এবং আরো বিশিষ্ট জনেরা। সাহিদ আকবর বলেন আমরা বাংলার দুই বড়ো উৎসব ঈদ ও দুর্গা পূজাতে উভয় ধর্মের দুস্থ মানুষদের পাসে থাকি এবং বস্ত্র বিতরণ করি। শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা ক্যাম্প, বন্যা দুর্গতদের ত্রান, মেধাবীদের স্কলারশিপ বিভন্ন কাজে করে থাকে নাবাবীয়া মিশন।