আন নিসা মিশনে জি.ডি মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান

সাজ্জাদ হোসেন, মেদিনীপুর: সম্প্রতি মেদিনীপুর জেলার খড়্গপুরের চকমকরমপুরে অবস্থিত আন নিসা মিশনে জি.ডি মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোট ৯৩ জন ছাত্রছাত্রীকে এক্সটার্নাল মেধাবৃত্তি দেওয়া হয় (প্রায় ৪ লক্ষ টাকার মতো) এবং ৬ মাসের স্কলারশিপ।

    এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সম্পাদক শেখ জাহানে আলম। শিক্ষা ক্ষেত্রে প্রতিষ্ঠানের অবদানের পাশাপাশি তিনি প্রশংসা করেন ও কৃতজ্ঞতা জানান সৃষ্ট শিল্পপতি তথা পতাকা গোষ্ঠীর কর্ণধার আলহাজ মোস্তাক হোসেন মহাশয়ের। তিনি জানান মোস্তাক হোসেন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে উচ্চশিক্ষার জন্য মেধাবৃত্তি দিয়ে থাকেন।

    এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জি.ডি একাডেমির আবদার রহমান, প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব রাফিক উদ্দিন আহমেদ, প্রতিষ্ঠানের সহ সভাপতি সামজেদ আলী খান, কোষাধক্ষ্য শেখ আলফা উদ্দিন, গার্লস বিভাগের প্রধান শিক্ষিকা সাকিলা খাতুন, শেখ ইকবাল উদ্দিন সহ ম্যানেজমেন্টের অন্যান্য সদস্যরা। সঞ্চালনা করেন ইউসুফ আলী।