|
---|
লুতুব আলি, বর্ধমান, ১৩ মার্চ : কেবল পূর্ব ও পশ্চিম বর্ধমান নয় সমগ্র রাজ্যে বর্ধমানের স্বেচ্ছাসেবী সংস্থা গাছ গ্রুপ আজ একটি স্বনাম ধন্য নাম। গাছ গ্রুপের কোন প্রাচীর বা সীমানা নাই। দিন দিন রাজ্য তথা দেশ ছাড়িয়ে বিদেশেও এই গাছ গ্রুপের সদস্য সংখ্যা বেড়ে ই চলেছে। গাছ গ্রুপের প্রাণ পুরুষ রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক গাছ মাস্টার নামে খ্যাত অরূপ চৌধুরীর নেতৃত্বে ১২ মার্চ অনুষ্ঠিত হল বসন্ত উৎসব। বর্ধমানের উপকণ্ঠে গঞ্জ বালিয়াড়ার লাল পলাশের বনে বিকালবেলায় প্রাকৃতিক ও আবিরের রঙে স্নাত হলেন গাছ গ্রুপ এর গৃহিণী,কচি কাঁচা অন্যান্য সদস্য এবং স্থানীয় মানুষ জন। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন অম্লান মজুমদার,অঙ্কন মজুমদার ।এদিনের অনুষ্ঠানের দুই সঞ্চালক শিক্ষারত্ন প্রাপক শিক্ষক সুবীর কুমার দে, অধ্যাপক ও বিশিষ্ট সাংবাদিক ঋষি গোপাল মন্ডল উপস্থাপনার আবেদনে বিনম্র বিকেল কে বর্ণময় করে তুলেছিলেন। অরূপ চৌধুরী বলেন, সারা বছর ধরেই গাছ গ্রুপ ধারাবাহিকভাবে খন্ডবন লাগানো ও তার পরিচর্যার সঙ্গে সাংস্কৃতিক আন্দোলনেও ওতপ্রোতভাবে যুক্ত। এদিনের অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান গাছ গ্রুপের সবুজ কর্মী শেখ মিসকিন আলী, আবেজ মন্ডল, প্রিয়ব্রত পাঁজা, সন্দীপ চক্রবর্তী, সুহাস সামন্ত, কালিদাস মল্লিক, বিপদতারণ মিশ্র, খুশি চক্রবর্তী, মৌসুমী সাহা, অপর্ণা সাহা, কালিদাস মল্লিক, বিপদতারণ মিশ্র, সুদেষ্ণা সামন্ত, সঙ্গীতা সিনহা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি বিদ্যালয় পরিদর্শক প্রিয়ব্রত মুখার্জি, অবর বিদ্যালয় পরিদর্শক সুকল্যাণ বসু, অধ্যাপক অঙ্কুর কোনার, দুই শিক্ষারত্ন প্রাপক শিক্ষক গোপাল ঘোষাল, তপন কুমার পাল, আইনজীবী সৌম্য কুন্ডু, এগ্রিমকের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিদ্ধার্ত বেরা প্রমুখ। বালিয়াড়ার প্রকৃতির কোলে রং মেখে কবিতা, সংগীত, মনোজ্ঞ আলোচনায় অংশগ্রহণ করেন মিতালী পাঁজা, অরূপ সাহা, মোঃ উজির আলী, নারায়ণ চন্দ্র মজুমদার, নাদিরা সুলতানা, সুদেষ্ণা সামন্ত, কৃষ্ণ সরকার, প্রত্যুষা রায়, ঝুমুর মন্ডল, তাপসী মজুমদার, স্নিগ্ধা কোনার, রামকৃষ্ণ যশ, অদ্রিজা বেরা, অর্ণব ব্যানার্জি, স্মিতা আচার্য, স্বাগতা কোনার, কেয়া মুখার্জি, আয়ুষ্মান ব্যানার্জি, ঘন্টু বসু, কাজল খাতুন, ইয়াসির আফজল, শেখ ইসমাইল, মুনমুন হুই, তাপসী মজুমদার, কাঞ্চন সরকার, সৌগত রায়, তরুণ কান্তি রায়, সুভাষ ঘোষ, স্নিগ্ধা সাই, শিল্পিশ্রী বেরা প্রমুখ। গাছ মাস্টার অরূপ চৌধুরী আরও জানান, বালিয়াআরার এই অঞ্চলটিকে সবুজায়ন ও পর্য টন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে এবং সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতার জন্য জানানো হবে।