|
---|
লুতুব আলি, ২ মার্চ : পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ শূন্য বৈষম্য দিবস পালন করলো এক অভিনব অঙ্গিকে। গাছ লাগান, জীবন বাঁচান এই স্লোগানকে কার্যকরী করার জন্য রাজ্যের অনেক স্বেচ্ছাসেবী সংগঠন গুলি বদ্ধপরিকর। পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ ১ মার্চ কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট হলে শূন্য বৈষম্য দিবসের প্রাক মুহুর্তে গাছের গোড়ায় জল ঢেলে বার্তা দিল … লিঙ্গ ও ধর্মের বৈষম্য এবং বিভাজনকে দূরীভূত করতে হবে। পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চের সম্পাদক চন্দ্রনাথ বসু জানান, এই দিনটির গড়িমাকে খুবই আন্তরিকভাবে পালন করা হলো। শুন্য বৈষম্য দিবস পালন করতে গিয়ে ভারতবর্ষের স্বনামধন্য কিছু ব্যক্তিত্বদের উত্তরসূরীদের অনুষ্ঠানে হাজির করানো হয়েছিল। যা আমাদের কাছে এক উপরি পাওনা। এঁদের পাদস্পর্শে অনুষ্ঠানের বৈচিত্র্যতা ও সমৃদ্ধতা এনে দিয়েছিল। এই অনুষ্ঠানে রিকশাওয়ালা, ঠেলা ওয়ালাদের সম্মান জানানো হয়। পাশাপাশি অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃতীয় লিঙ্গের কবিতা যাদব, ইসলাম ধর্মের ইলিয়াস সাহেব, সনাতন ধর্মের অপূর্ব কুমার গাঙ্গুলী। এঁদের কেও সাম্যবাদী সম্মানে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরী বিশিষ্ট কবি ও গীতিকার পরাশর বন্দ্যোপাধ্যায়, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম উত্তরসূরী বিশিষ্ট কবি। জয়দীপ চট্টোপাধ্যায়। বিভিন্ন ভাষার লেখিকা রঞ্জনা গুহ, ড: রঞ্জিত দাস, ড: সীমা রায়, ড: সুজিত বিশ্বাস,শিব শংকর বকশি,বিউটি দাস,রানু রায়, সংস্থার চেয়ারম্যান বরুণ কুমার চক্রবর্তী, সভাপতি পান্না দাস, কার্যকরী সভাপতি ইয়াসিন সেপাই,বিশিষ্ট সাহিত্যিক পৃথ্বীরাজ সেন, বিশিষ্ট কবি আরণ্যক বসু। অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন বিশিষ্ট কবি ও সাংবাদিক মধুমিতা ধূত।