|
---|
নিজস্ব সংবাদদাতা : জামুড়িয়া বিধানসভা নির্বাচন কেন্দ্রের নিমশায় তৃণমূল কংগ্রেসের সভা অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেস প্রার্থী হরেরাম সিংয়ের সমর্থনে নির্বাচনী সভায় তৃণমূল কংগ্রেসের নেতা লাল্টু কাজী ছিলেন প্রধান বক্তা। তিনি বলেন, রাজনীতির অঙ্গনে ধর্ম এনে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেস এই বিভাজনের শক্তিকে প্রতিহত করতে বদ্ধপরিকর। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সরকারকে সমর্থন করার আবেদন জানান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নন্টু কাজী। তিনি বলেন, মমতা সরকারের ৬৮ টি উন্নয়নের প্রকল্পের জন্য, উন্নয়নের ধারা বজায় রাখতে তৃণমূল কংগ্রেস প্রার্থী কে বিজয়ী করুন। সভায় বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেস নেতা বুধন রুইদাস। তিনি মানুষকে তাদের ভুলের জন্য দলকে শাস্তি না দেওয়ার অনুরোধ করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুজিবর রহমান কংগ্রেস সিপিআইএম ও আই এস এফ এর তীব্র সমালোচনা করেন। তিনি উন্নয়নের জন্য তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার আবেদন করেন। সভায় বহু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সেখ ইস্রাফিল।