গান্ধী সপ্তাহ, বিদ্যাসাগর জয়ন্তী পালন ও নবরূপে সজ্জিত কক্ষের উদ্বোধন

সেখ সামসুদ্দিন, ২৬ সেপ্টেম্বরঃ মেমারি ১ ব্লকের কলানবগ্রামের শিক্ষা নিকেতনে বিদ্যাসাগরের জন্মদিন পালন করা হয়। এই অনুষ্ঠানের সূচনায় বিদ্যাসাগরের ছবিতে মাল্যদান করেন বিশিষ্ট সাংবাদিক সেখ সামসুদ্দিন। উপস্থিত ছিলেন শিক্ষা নিকেতনের ইনচার্জ অবসরপ্রাপ্ত শিক্ষিকা রিনা হাটি সহ শিক্ষা নিকেতনের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। এই অনুষ্ঠানের আগে গান্ধী সপ্তাহ উদযাপনের উদ্দেশ্যে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে সূচনা করা হয় যা আগামী ২রা অক্টোবর শেষ হবে বলে জানান রীনা হাটি। গান্ধী সপ্তাহ পালনের সূচনায় গীতা পাঠ কোরআন পাঠ সহ চরকায় সুতো কাটা ও অন্যান্য কর্মসূচি করা হয়। বিদ্যাসাগর জয়ন্তী পালনে বিদ্যালয়ের শিক্ষক উদ্বোধনী সঙ্গীত ও সমাপ্তি সঙ্গীত পরিবেশন করেন। ছাত্র-ছাত্রীরা আবৃত্তি, নৃত্য, সঙ্গীত পরিবেশন করে। বিদ্যালয়ের নার্সারি বিভাগের ছাত্রছাত্রীদের পোশাক প্রদান করা হয়। পরে প্রবাসী চিকিৎসক ডাঃ বুদ্ধদেব দাঁ এর অর্থানুকূল্যে আচার্য প্রমথনাথ বুনিয়াদী বিদ্যালয়ে সংস্কার করা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কক্ষ দুটির শুভ উদ্বোধন করা হয়। ফিতে কেটে উদ্বোধন করেন প্রবাসী চিকিৎসকের ভ্রাতৃপ্রতিম সহযোগী বন্ধু সেখ সামসুদ্দিন। সহযোগিতা করেন শিক্ষা নিকেতনের ইনচার্জ রীনা হাটি।