|
---|
সেখ সামসুদ্দিন, ৭ সেপ্টেম্বরঃ সম্প্রীতির আবহে জামালপুরে গণেশ পূজার আয়োজন করা হয়। জামালপুরের গুহ মার্কেটের ব্যবসায়ীবৃন্দ গণেশ পূজার আয়োজন করে। এই বছর চতুর্থ বর্ষে পড়ে এই গণেশ পূজা। পূজার উদ্বোধন করেন জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান। পুজো উদ্বোধন করে তিনি বলেন ব্যবসা করতে গেলে গণেশ দেবতাকে সামনে রেখেই করতে হয়। তিনি প্রার্থনা করেন সকল ব্যবসায়ীদের ব্যবসা যেন সারা বছর ভালো চলে। তাঁকে দিয়ে এই পুজো উদ্বোধন করানোর জন্য তিনি সকল ব্যবসায়ীদের ধন্যবাদ জানান। জামালপুরে সর্বদাই সব পুজোতেই সম্প্রীতির মেলবন্ধন লক্ষ্য করা যায়। তিনি একজন মুসলিম হয়েও এই পুজো উদ্বোধন করেন এটাই সম্প্রীতির সবথেকে বড় নজির।