|
---|
নতুন গতি মালদা : কালিয়াচক -৩ ব্লকের বীরনগরে গঙ্গার ভাঙন দুর্গতদের পাশে দাঁড়াল সমাজদরদি ইমাম আবু তাহির। তার বাড়ি রতুয়ার কাঞ্চননগর গ্রামে হলেও ছুটে এসে দাঁড়ালেন দুর্গতদের পাশে । আবু তাহির সৌদি আরবে একটি মসজিদে ইমামতি করেন। করোনার জেরে বিমান চলাচল বন্ধ যাওয়া হয়নি তার। কালিয়াচকে গঙ্গার ভাঙনে চরম দুর্দশা ও কষ্টের মধ্যে দিন কাটছে ওদের। তাই বাড়িতে বসে না থেকে ভাঙন পিড়িতদের কষ্টের শরিক হলেন আবু তাহির। সংশ্লিষ্ট ভীমাগ্রামে নতুন ভাঙনে থাকা মানুষের জলের কষ্টের দূরীকরনে একটি টিউবওয়েল প্রদান এবং দুস্থ মানুষের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন। সমাজসেবী ইমাম আবু তাহির বলেন, আমি সৌদি আরবে মদিনা শহরে আল খায়ের জামে মসজিদে ইমামতি করি। ছুটিতে বাড়ি এসেছি। করোনার জন্য বিমান যোগাযোগ বন্ধ রয়েছে তাই যাওয়া সম্ভব হয়না। বীরনগরে গঙ্গার ভাঙন কবলিত মানুষের দুর্ভোগে কথা স্মরণ করে তাদেরকে একটি টিউবওয়েল ও অসহায় দুঃস্থদের হাতে কিছু করে আর্থিক সাহায্য করলাম। প্রায় একশ জনকে প্রায় ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা করেন দাবি করে তিনি বলেন মানবিকতার হাত যতটা সম্ভব বাড়িয়ে দিলাম। তাদের কিছুটা পরিত্রাণ হয়।