|
---|
রাজু আনসারী, অরঙ্গাবাদ : গঙ্গার জলস্তর বাড়তেই ফের গঙ্গা ভাঙন শুরু মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। সোমবার সকাল থেকে শামসেরগঞ্জের নতুন শিবপুর ভাঙ্গা লাইন এলাকায় গঙ্গা ভাঙনের আতঙ্ক লক্ষ্য করা যায়। ভাঙ্গনের গর্ভে তলিয়ে যায় প্রায় ১০ টি বাড়ি। তলিয়ে যায় কৃষি জমি থেকে শুরু করে শৌচালয় এবং বাড়ির ফাঁকা অংশ। গঙ্গা ভাঙনের আতঙ্কে এলাকা ছেড়ে অন্যত্র পালাতে দেখা যায় গ্রামবাসীদের। বাড়িঘর ভাঙার পাশাপাশি বিভিন্ন সামগ্রী নিয়ে অন্যত্র ছুটে যান সাধারণ মানুষ। যেকোনো মুহূর্তে প্রায় আরো ৫০টি বাড়ি তলিয়ে যেতে পারেই বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের। শুধু তাই নয় তলিয়ে যেতে পারে নতুন শিবপুর প্রাথমিক বিদ্যালয়। এদিকে গঙ্গা ভাঙনের খবর পেয়ে ভাঙ্গন বিধ্বস্থ এলাকায় সকালেই ছুটে যান সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য রফিকুল আলম, চাচন্ড গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি গোলাপ হোসেন সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। প্রাথমিকভাবে ভাঙ্গন কবলিত মানুষদের স্থানীয় প্রাইমারি স্কুলে থাকার ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা করা হয় চাচন্ড গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। এদিকে বারংবার গঙ্গা ভাঙনের কবলে পড়ে মানুষের অসহায়ত্বের চিত্র এবং লাগাতার গঙ্গা ভাঙন নিয়ে ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে সাধারণ মানুষের মধ্যে।