|
---|
আবারো গঙ্গা ভাঙ্গন শান্তিপুর পৌরসভা এলাকার ১৬ নম্বর ওয়ার্ডের চর সাগর এলাকায়
শাহনওয়াজ আলী, নদীয়া :নদীয়া জেলার শান্তিপুর পৌরসভা এলাকার ১৬ নম্বর ওয়ার্ডের মানুষজনের সকালে ঘুম ভাঙ্গলো গঙ্গা ভাঙ্গনের শব্দে। সাতসকালেই তলিয়ে গেল প্রায় কুড়ি বিঘা চাষের জমি।এই ভাবে গঙ্গা ভাঙ্গন বাড়তে থাকলে বসবাসকারী এলাকায় ঢুকে পড়বে ভাগীরথী গঙ্গা। চরম আতঙ্কে এলাকাবাসী কি করবে তারা এখনো কোনো পথ খুঁজে পাচ্ছেন না,পাশে এসে দাঁড়ায় নি এখনো কোন জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকেরা। এর আগেও একাধিকবার বিভিন্ন সরকারি আধিকারিকেরা এলেও শুধুমাত্র পরিদর্শন করে চলে গেছেন বলে অভিযোগ করেছেন এলাকার মানুষজন। বারবার ভাঙ্গন হলেও ভাঙ্গন রোধ করতে গঙ্গার পাড় বাঁধানো কাজে কোনো ভ্রুক্ষেপ নেই প্রশাসনের।এভাবে ভাঙ্গন চলতে থাকলে হয়তো প্রায় কুড়িটি পরিবার আর কয়েক দিনের মধ্যে গঙ্গার ভাঙ্গনের গ্রাসে পড়ে যাবে।