|
---|
নিজস্ব সংবাদদাতা : দামোদরের জলে দেখা মিলল ডলফিনের, পূর্ব বর্ধমানের গলসিতে দামোদরের জলে দেখা মিলল ডলফিনের।
সোমবার বালির খাদানে কাজ করছিলেন শ্রমিকরা, তারাই প্রথমে ডলফিনটি জলের এর মধ্যে দেখতে পান। দ্রুত মোবাইলে ক্যামেরা বন্দি করে নেন তারা। এরপর স্থানীয় এলাকার মানুষেরা ঘটনার সংবাদ শুনে ডলফিন টিকে দেখতে চলে আসেন। এর আগে ২০০২ সালে দামোদরের জলের দেখতে পাওয়া গিয়েছিল গাঙ্গেয় ডলফিনের, এরপর ২০২০ সালে আবার দেখা ডলফিনের। সানি সূত্রে খবর দামোদরে জলস্তর বৃদ্ধি পেয়েছে, সেই কারণে গাঙ্গেয় ডলফিনের দেখা মিলেছে।