আবর্জনার জমাটে সমস্যার মুখে শিলিগুড়ি

আবর্জনা নিয়ে প্রচণ্ডভাবে সমস্যায় পড়েন শিলিগুড়ির 47টি ওয়ার্ডের মানুষ।বারবার বলা হলেও নোংরা ফেলা নিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে ওয়ার্ড কাউন্সিলার এবং সাধারন মানুষকে।সেই কারনে আজ শিলিগুড়ির 14 নং ওয়ার্ডের বাসিন্দাদের ডাষ্টবিন বিতরন করলেন ওয়ার্ড কাউন্সিলার শ্রাবনী দত্ত ওয়ার্ড সম্পাদক বিশ্বময় ঘোষ এবং ওয়ার্ডের অন্যান্য তৃণমূল কর্মীরা। এদিন কাউন্সিলার এবং এম আই সি শ্রাবনী দত্ত জানান শিলিগুড়িতে একটা বিশাল সমস্যা আবর্জনা ফেলা।

    পুরসভা থেকে বারবার বলা হলেও কোন সুরাহা করা যায় নি।এখন আলাদা আলাদা করে প্রত্যৃক বাসিন্দাদের আবর্জনা ফেলার জন্য দুটো করে বালতি দিলাম। যাতে আলাদা আলাদা করে তারা আবর্জনা ফেলতে পারে,এবং পুরসভা থেকে আবর্জনা নিতে আসলে তা নিতে পারে। এদিন 14নং ওয়ার্ডের দুটি রাস্তার বাসিন্দাদের হাতে তুলে দিলেন ডাষ্টবিন এবং জানালেন একদিনে একবারে সারা ওয়ার্ডে ডাষ্টবিন দেওয়া সম্ভব নয়,তাই প্রতি রবিবার করে আমরা এই কর্মসূচি পালন করব।