|
---|
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:
বিপজ্জনক তালিকায় নাম ছিলই, সেই আশঙ্কাকে সত্যি করে বুধবার বসে গেল পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ধাদিকার ছোট ব্রিজটি। বুধবার সকাল ৯:৩০মিনিট নাগাদ আচমকাই শীলাবতী নদীর উপর এই ব্রিজটি বসে গিয়ে বিপত্তি দেখা দেয়।খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে ব্রিটিশ আমলে তৈরি এই ছোট ব্রিজটি কয়েক মাস ধরে গড়বেতার সাথে অন্যান্য জেলার যাতায়াতের প্রধান মাধ্যম ছিল। উল্লেখ্য, পাশেই অবস্থিত বড় ব্রীজটি গতবছর ভেঙ্গে যাওয়ার পর প্রায় দেড় বছর এই ব্রিটিশ আমলের তৈরী ছোটো ব্রীজ এর উপর দিয়েই যোগাযোগ চালু হয়। গত ২৯ আগস্ট পুনরায় চালু হয় বড় ব্রীজ। তারপরেই মাত্র চার দিনের মধ্যেই স্ব ইচ্ছায় অবসর নিল ইতিহাসের সাক্ষী বহনকারী শীলাবতী নদীর উপর অবস্থিত এই ছোটো ব্রীজ।